প্রাণের ক্যাম্পাস জাবি,প্রাকৃতিক বৈচিত্র ও সৌন্দর্যের এক অপরুপ মিলনমেলা।তারুন্যের
সবুজে আচ্ছাদিত এই ক্যাম্পাস সত্যি ভূবন ভুলানো হাতছানি
দেয়। তার চাহনিতে আছে কাছে টানার আহবান। রাতের আধার ছেয়ে যায়, কি সুন্দর শান্তির
নীড় তোমার! আবার, দিনের বেলায় তার মায়ার বাধন ছড়িয়ে দেয় হাজারো রাজুর মাঝে।
দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন হলের ছাদে বা লেকের পারে
যাই,শীতল হাওয়ার ছোয়া প্রাণ জুড়ে যায়।
কেন্দ্রীয় শহীদ মিনার যেন মিলন কেন্দ্র, বন্ধুর পথ পাড়ি
দিয়ে যাই বন্ধুর তরে।
বটতলা হয় জমজমাট,যখন হয় সকাল, দুপুর আর রাত!
কেন্দ্রীয় মাঠ হয় ২য় মিরপুর স্টেডিয়াম ঐ বেলা, যখন শুরু হয় ডিপার্ট্মেন্টের
খেলা।
অতিথি পাখিঃ
অতিথি পাখির
আগমনে
উচ্ছসিত ক্যাম্পাস!
শাপলা ফুলে ভরা
লেক
কি সুন্দর! চেয়ে
থাকি অপলক!!
সুইমিংপুলে আছে পুল
হয় না কবু গোসল,
মনপুরাতে মন উড়ে যায়
ওয়াও! হোয়াট এ ফিলিংস!!
সব শেষে বলি,
হে প্রিয় ক্যাম্পাস!
বিচিত্রতায় ভরপুর
তুমি
কি সুন্দর তোমার
রুপ!
পান করে যৌবন
সুধা আমি
হয়ে যাই
পাগল-পারা!!

হৃদ্য়স্পর্শি
উত্তরমুছুনখুব ভালো লাগছে
ধন্যবাদ...
উত্তরমুছুন