সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

নববর্ষ



নববর্ষ
 মোঃ ইয়াছিন আরাফাত(রাজু)


ফেসবুকে ডুকে দেখি
“শুভ নববর্ষ
গুনতে গুনতে গুনে দেখি
“সাড়ে চারশো”।
টেলেভিশনের পর্দায়
চলছে কত টকশো
প্রিওজনকে ডেকে বলি
শুধু হাসো?
কানায় কানায় পূর্ণ হলো
মনের বাকশো
হৃদয় থেকে সবাইকে জানাই
“শুভ নববর্ষ”।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন