বৃষ্টি-ভেজা ঘুম
মোঃ ইয়াছিন আরাফাত (রাজু)
আকাশের গুড়ুম-গাড়ুম শব্দে
ভেঙ্গে গেলো ঘুম,
উঠে দেখি বাইরে
বৃষ্টি হচ্ছে ভীষম।
টাপুর-টুপুর শব্দে
মুখরিত পরিবেশ,
বৃষ্টির ফোঁটার সৌরভে
উচ্ছসিত সবুজ ঘাস।
বর্ষার উত্তরালী বাতাসে
আনন্দে নাচছে গাছ-পালা,
ঠুশ-ঠাশ বিধ্বংসী শব্দে
ভাংছে ডাল-পালা।
কালবৈশাখী ঝড়ে
প্লাবিত বিস্তীর্ণ বিল,
ডুবন্ত মাছগুলো যেন
হাঁসছে খিল-খিল।
শাঁ-শাঁ শব্দে
বইছে ঠান্ডা বাতাস,
ঘুম ভেঙ্গে যাওয়ায় আমি
ভীষণ হতাশ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন